/

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩

আসছে উইন্ডোজের নতুন ভার্সন Windows 8

অনেকেই হয়তো জেনে গেছেন আসছে উইন্ডোজের নতুন ভার্সন Windows 7 এর পরে Windows 8। এক বছর আগে Microsoft বের করে Windows 7 যেটি তাদের মতে দ্রুত ও সর্বাধিক বিক্রি হওয়া Operating System । তাদের মতে 240 মিলিয়ন কপি তারা বিক্রি করেছে ।
তাই এই অভাবনীয় সাফাল্যের পরে তারা (Microsoft) নতুন Windows 7 এর Update version windows 8 বের করবে বলে কাজ চলছে।Windows 8 আসছে উইন্ডোজের নতুন ভার্সন Windows 8 | Techtunes
Microsoft আশা করছে আগামি দুই বছরের মধ্যে তারা এই নতুন ভার্সন বাজারে আনতে সক্ষম হবে। সাথে সাথে বের করতে চলেছে Office 2013 ও 2015 তাই উইন্ডোজের নতুন ভার্সন গুলোর জন্য আপেক্ষা করতেই হবে 2012 পর্যন্ত । আরও ২০১২ তে দেখা যাবে কি কি নতুনত্ব আনতে পেরেছে উইন্ডোজের মধ্যে।
নিচে একনজরে windows এর Release গুলি

windows8roadmap1 আসছে উইন্ডোজের নতুন ভার্সন Windows 8 | Techtunes

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন