/

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩

রেন ওয়াটার হার্ভেস্টিং কি ও কেন ?

একটা নতুন বিষয়ের উপর ধারনা নীয়ে আমি জানাতে চলেছি বিশেষ করে পরিবেশ নীয়ে চিন্তাশীল দের স্বস্তি দিবে চেষ্টা করুন পরিবেশ কে বাঁচাতে কারন পরিবেশ না বাঁচলে আমরা তাতে বাঁচবে কি ভাবে , যাই হোক …..
রেন ওয়াটার হার্ভেস্টিং কাকে বলে ?

বাড়ির ছাদ বা ছাউনির উপর পড়া জল কে সংগ্রহ করা কে বলে রেন ওয়াটার হার্ভেস্টিং।
rainwater collection2 রেন ওয়াটার হার্ভেস্টিং কি ও কেন  | Techtunes
রেন ওয়াটার হার্ভেস্টিং এর প্রয়োজনীয়তা কি ?
জনসংখ্যা বাড়ার ফলে ভূগর্ভ থেকে বেশী পরিমানে জল উত্তলোন করার ফলে জলের জলস্তর নামছে , বৃষ্টির জল ভূগর্ভে পৌছাতে যে সময় লাগে তা খেকে দ্রুত পর্যায়ে নামিয়ে দেওয়া আর সাথে সাথে বৃষ্টির জলের অপচয় বন্ধ করা।
রেন ওয়াটার হার্ভেস্টিং কি ভাবে করা হয় ?
বাড়ির ছাদ বা ছাউনীর জল কে পাইপ লাইনের সাহায্যে একস্থানে একত্রিত করার পর কাঠকয়লা , বালি ও পরিষ্কার কাপড়ের দ্বারা অশুদ্ধতা দূর করে কুয়ো বা পাইপের দ্বারা ভূগর্ঙে পৌছে দেওয়া।
রেন ওয়াটার হার্ভেস্টিং কি নতুন কনসেপ্ট ?
না, ইহা কোনো নতুন কনসেপ্ট নয় প্রাচীন কাল থেকে এই প্রথা চলে আসছে , ইহা হল প্রাচীন কালে আধুনিকিকরন মাত্র।
রেন ওয়াটার হার্ভেস্টিং কোথায় বেশী প্রচলিত ?
সাধারনত ইহা শহরাঞ্চলে প্রচলিত তবে এই নয় যে গ্রামে ইহা সম্ভব নয় গ্রামে করা ব্যয় বহুল।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন