/

শুক্রবার, নভেম্বর ১২

Anti-Virus এর কি দরকার ? সাধারন ভাবে ভাইরাস আটকে দিতে পারলে (প্রথম পর্ব)

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম,


কয়েকটি পর্বে আমরা সাধারন ভাবে ভাইরাসের উপদ্রব থেকে মুক্তি পাবার কিছু পন্থা বাতলাবো যাকে অনুসরন করলে ভাইরাসের উপদ্রব থেকে মুক্তি পাবেন  বলে আশা করি ।
saifullah
আজ প্রথম পর্বে আমরা দৈনন্দিন জীবনে সর্বাধিক ব্যবহৃত  Pen drive এর  virus সম্বন্ধে বলব যা আমাদের কিছু সাধারন ভুলে জন্য ভাইরাস অতি সহজেই  বংশবিস্তার করতে সক্ষম হয়।

Pen drive এর  virus থেকে মুক্তি কোন Extra Software ছাড়াই

বর্তমান নাম করা নানা   Anti-Virus বেরিয়েছে ও নানা দামের কিন্তু সহজ এই পন্থা অবলম্বন করলে নানা জাতীয় ভাইরাস থেকে মুক্তি সহজেই পাওয়া যায় ।  হয়তো এ জাতীয় টিউন আগেও হয়েছে তবু ধারাবাহিক ভাবে কিছু বলবার জন্য সব টাই লাগবে । যাই হোক ভাবুনতো আপনি যদি ভাইরাসের সৃষ্টি করতেন তাহলে আপনার কি করতেন ভাইরাসের সিকিউরিটির জন্য ? ,  প্রথমে অপনি চাইবেন ভাইরাসটিকে রান করাতে তাহলে দরকার Autorun.inf ফাইল। এখন সকলেই জানে Autorun.inf ফাইলের মাধ্যমে ভাইরাস  নিজেকে রান  করাই তাহলে সকলেই   জেনে গেলে ডিলিট করে দেবে তার জন্য ফাইল টিকে লুকিয়ে রাখতে হবে তবে সাধারন ভাবে লুকালে হয়তো অনেকেই ডিলিট করে দিতে পারে তাই ফাইলটিকে ও সাথে সাথে ভাইরাস ফাইলকে সিস্টেম হাইড করে দিলে ভাইরাস চালানো ও হল আবার কেউ দেখতে ও পেলো না ।
তাহলে অ্যান্টি ভাইরাস হিসাবে কাজ করতে গেলে প্রথম পন্থা আটোরাস সম্বন্ধে ওয়াকিবহাল থাকা অর্থাত আটোরাস অপশন বন্ধ করে রাথতে হবে।
এই প্রসঙ্গে বলে রাখি আমারা যথন কোন ড্রাইভের উপর ডবল ক্লিক করে খুলি তখন আটোরাস সক্রিয়  হয়ে যাবে।
দ্বিতীয় পন্থা হল যেটি আবলম্বন করতে হবে সেটি হল সিস্টেম হাইড ফাইলস কে সো করে রাখতে হবে।
তৃ|তীয় পন্থা হলে ভাইরাস সনাক্ত করে বহিষ্কার করা অর্থাত ডিলিট করে ফেলতে হবে।
তাহলে আটোরাস বন্ধ করার জন্য কিবোর্ডে প্রেস করুন Start+R অথবা রান খুলুন এবার Run windows টাইপ করুন (type) gpedit.msc

rUN Anti Virus এর কি দরকার ? সাধারন ভাবে ভাইরাস আটকে দিতে পারলে 
(প্রথম পর্ব)  | Techtunes

খুললে Computer Configuration যান ও সেখান থেকে  Administrative Templates যান ও সেখান থেকে System যানsystem Anti Virus এর কি দরকার ? সাধারন ভাবে ভাইরাস আটকে দিতে পারলে 
(প্রথম পর্ব)  | Techtunes
ও সেখান থেকে Turn off Auto-play এর উপর Double click করে Turn Off Autoplay properties


খুললে সিলেক্ট করুন Enbled ও
off Anti Virus এর কি দরকার ? সাধারন ভাবে ভাইরাস আটকে দিতে পারলে 
(প্রথম পর্ব)  | Techtunes
Turn Off Autorplay on অপশনে  All drives সিলেক্ট করে Apply OK.
enable Anti Virus এর কি দরকার ? সাধারন ভাবে ভাইরাস আটকে দিতে পারলে 
(প্রথম পর্ব)  | Techtunes
তাহলে  Autorplay বন্ধ।
এবার দ্বিতীয় পন্থা
My Computer খুলে উপরে মেনু তে Tools যান,ও  Tools থেকে Folder Option যান
tools Anti Virus এর কি দরকার ? সাধারন ভাবে ভাইরাস আটকে দিতে পারলে 
(প্রথম পর্ব)  | Techtunes
Hidden files and Folders Menu খুলে  Show hidden files and folders. সিলেক্ট করুন ও  Hide protected Operating system files (Recommended) tick টা তুলে নেন।folder option Anti Virus এর কি দরকার ? সাধারন ভাবে ভাইরাস আটকে 
দিতে পারলে (প্রথম পর্ব)  | Techtunes
তাহলে সিস্টেম  হাইড ফাইল দেখা যাবে।
অনেক সময় কম্পিউটার malware দ্বারা আক্রান্ত হলে এটি কাজ নাও করতে পারে
সেক্ষেত্রে 131 Anti Virus এর কি দরকার ? সাধারন ভাবে ভাইরাস আটকে দিতে পারলে 
(প্রথম পর্ব)  | Techtunes
start+r রান উইন্ডোজ খুলে  type করুন  regsvr32 /i browseui.dll এবার OK / Enter press করুন।
start+r রান উইন্ডোজ খুলে  type করুন regsvr32 /i shell32.dll এবার OK / Enter press করুন।
এবার দেখুন Folder Option কাজ করছে (তাও না হলে অবশ্যই বলবেন)।
এবার ভাইরাস সনাক্ত করুন সহজেই
virus Anti Virus এর কি দরকার ? সাধারন ভাবে ভাইরাস আটকে দিতে পারলে 
(প্রথম পর্ব)  | Techtunesএটি আমার টিউনে পূর্বে প্রকাশিত

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন