/

সোমবার, মে ৩০

উবুন্টুর সেরা ডাউনলোডার

আমরা যারা উবুন্টুর সাহায্যে ইন্টারনেট পরিসেবা ব্যবহার করি তাদের একটি প্রধান সমস্যা হয়ে দাড়ায় ডাউনলোডের ক্ষেত্রে। তারই সমাধান হিসাবে আমি নিয়ে এসেছি Multiger নামক Download manager for UBUNTU.

আমি আনেক গুলি ডাউনলোড ম্যানেজার ট্রাই করে দেখেছি তাদের মধ্যে ভালো লেগেছে Multiget যার লুক টা উইন্ডোজের আর চার - পাঁচ ডাউনলোডারের মত ডাউনলোড স্পীডও ভালো প্রায় উইন্ডোজের সম বুঝতেই পারছেন, এতে ডাউনলোড করা মানে উইন্ডোজে ব্যবহার করার প্রায় সম তাছাড়াও Pause ,Start , stop ইত্যাদি সুবিধা তো আছেই  নিচের ছবিতে সেগুলি দিলাম দেখে নিন বুঝে যাবেন।

সেটিং এ আপনি যে গুলি করতে পারবেন যেমন ,-  ডাউনলোড ফাইল কোথায় স্টোর হবে , একই সাথে কত গুলো ডাউনলোড চলবে , কোন ফাইল ডাউনলোড হিসাবে এলে Ignore করবে , স্পীড লিমিলের প্রয়োজন কিনা এ সব



কোন Download  Running , Pause বা Failed হয়েছে তা জানেতে সাইডের এই বার ব্যবহার করতে পারবেন।


Finish হয়ে গেলে 

 ডাউনলোড অবস্থায প্রসেস রানিং থাকা আবস্থায়


                                                                   
তাই যারা এখনও ট্রাই করেন নি তারা একবার ট্রাই করে দেথুন। আশা করি ভালো লাগবে। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - http://ifile.it/po6h0vb

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন