/

বৃহস্পতিবার, মার্চ ৩১

পার্সওয়াড মনে রাখার ঝামেলা থেকে মুক্তি পেতে চান ?

আজকে আরও একটা অ্যাড- অন সম্বন্ধে বলব যার ব্যবহার করলে আপনাকে পার্সওয়াড মনে রাখতে হবে শুধু একটি পার্সওয়াড য়া দিয়ে শুধু একবার লগইন করলেই হবে তার পর অন্য একাউন্টের পার্সওয়াড মনে রাখার দায়িত্ব অ্যাড- অন তার জন্য অবশ্য ঐ সাইটের পার্সওয়াডটা সেভ করে দিতে হবে। অ্যাড- অনটির নাম হল -Lastpass তাহলে শুরু করি কি ভাবে করবেন প্রথমে ডাউনলোড করে নিন ও ইনস্টল করে নিন।
ফায়ারফক্সের জন্য -  এখানে ক্লিক করুন



গুগলের ক্রোমের জন্য -  এখানে ক্লিক করুন


ওপেরার জন্য -  এখানে ক্লিক করুন


2. এবার দেখুন  * আইকন দেখাচ্ছে গুগল বা সাচ বারের পাশে ওখানে ক্লিক করুন

3. ক্লিক করলেই লগইন আপশন আসবে যদি আপনার লগইন ID থাকে তাহলে ID ব্যবহার করে লগইন করবেন আর না হলে নিচে Create an Account অপশনে ক্লিক করুন।




উপরের ছবিতে  Remember Password আপশনে ঠিক দেওয়া রাখলে আপনার PC তে ইন্টারনেট চালু থাকা আবস্থায় আপনার ওয়েব ব্রাউজার খুললে আটোমেটিক লগ ইন হয়ে যাবে। ধরে নিলাম আপনার ID নেই তাই আপনি
Create an Account ক্লিক করেছেন
প্রয়োজনীয় তথ্যদিয়ে আপনার Account টি করে ফেলুন

  এবার আপনার Account টি লগইন করুন।
 ও আপনার সাইট গুলিতে লগ ইন করলে Lastpass আপনার Account ও পার্সওয়াড সেভ করার জন্য  নিচের মতো আপশন দেখাবে তখন আপনি যদি মনে করেন এই Account টি আপনার সেভ করে রাথা দরকার
তখন Save site বটনে ক্লিক করুন আর না হলে Never For This.. আর য়দি মনে করেন এই মুহুত্বে দরকার নেই প্রয়োজনে পরে সেভ করবেন তাহলে Not Now বটনে ক্লিক করুন। সেভ করা কোন Account প্রয়োজনে Edit করতে পারবেন নিচের মতো



এবার সেভ করে রাথা সেই সাইটে খুললে Autofill হতে চাইবে তখন আপনি ইচ্ছা করলে আটোফিল ব্যবহার করতে পারবেন।




     
    

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন