/

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৫

মোবাইলের ব্রাউজার গুলি, Symbian অথবা Java Supported মোবাইলের জন্য

বর্তমান জীবনে ইন্টারনেট ছাড়া আমরা এক মুহুত্ব ও ভাবতে পারি না , তাই আমরা কম্পিউটার না পেলে মোবাইলে ব্রাউজিং করি। সেই ব্রাউজিং কাজে ব্যবহৃত বাজারে থাকা নানান ব্রাউজারের মধ্যে থেকে কয়েকটি সেরা ব্রাউজার নিয়ে আমার এই টিউন

আমার লিঙ্ক দেওয়া ব্রাউজার গুলি আপনি Symbian অথবা Java Supported মোবাইল হলেই হবে
তাহলে শুরু করা যাক
---
প্রথমে নাম করা মোবাইল ব্রাউজার Opera mini


Symbian ভার্সন 3 & 5 Supported মোবাইল জন্য - Opera Mini 10.1 Download Now



Java Supported মোবাইল জন্য Opera mini 5 beta 2 Download Now
অথবা Java Supported মোবাইল জন্য Opera mini 5 beta
Download Now

Opera mini একটা গুনের কথা বলি যা সকলেই জানেন ,Opera mini এর সাহায্যে ইউনিকোড ভিত্তিক ও দেখা যায়। তাই আপনি ইচ্ছাকরলে বাংলায় ও ব্রাউজিং করতে পারবেন


মোবাইলে Opera Mini চালু করুন। এড্রেস বারে about:config অথবা opera:config লিখে ওকে করুন।


৩ নং অপশনে Use bitmap fonts for complex scripts এ Yes সিলেক্ট করে একদম নিচে Save বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল ফোন বাংলা ওয়েব সাইট দেখার জন্য প্রস্তুত। এখানে উল্লেখ্য যে, ইউনিকোড পদ্ধতিতে তৈরী যেকোন বাংলা ওয়েবসাইট আপনি এখন মোবাইল থেকে দেখতে পাবেন।  প্রকৃতপক্ষে ইউনিকোড ভিত্তিক লেখাগুলো image হিসেবে দেখা যাবে। ঠিক নিচের মতো





মোবাইলের আরও একটি নাম করা ব্রাউজার হল UC Browser

যা দিয়ে আপনি মোবাইলের মত ব্রাউজিং ও কম্পিউটারের গতি সম তে ডাউনলোড করতে পারবেন।আর লোডশেডিং এর সময় দরকারি জিনিস UC Browser দিয়ে ডাউনলোড করতে পারবেন সেটা বলার প্রয়োজন পড়ে না।

Symbian v5 এর জন্য - Download Now

Symbian v3 এর জন্য - Download Now

Symbian v2 এর জন্য - Download Now

Symbian v1 এর জন্য -Download Now

Java Supported এর জন্য - Download Now

এছাড়া মোবাইলে কম্পিউটার মতন ব্রাউজিং করার জন্য ব্যবহার করতে পারেন Bolt ব্রাউজার

Java Supported এর জন্য
- Download Now
তাছাড়াও Safari ও , Firefox মতন ব্রাউজার তো আছেই।

Safari মোবাইল ব্রাউজার - Download Now

Firefox মোবাইল ব্রাউজার - Download Now


আমার জানা ব্রাউজার গুলির নাম ও ডাউনলোড লিঙ্ক দিয়েছি আপনার জানা কোন ব্রাউজার থাকলে শেয়ার করবেন।

1 টি মন্তব্য:

  1. এই এপ্লিকেশান টি দিয়ে মোবাইল থেকে বাংলায় ফেসবুক স্ট্যাটাস লিখুন ...
    http://m.websolutionbd.net/
    For more info see this:
    http://m.websolutionbd.net/help.php
    ....................................
    আর “UC”ব্রাউজার এর "কপি পেস্ট" অপশন ব্যবহার করে মোবাইল থেকে বাংলা লিখুন যেকোন ওয়েব / ওয়াপ সাইটে…।।
    ....................................
    স্ক্রীন শট দেখুনঃ
    http://i51.tinypic.com/2pristt.png
    ....................................
    কিভেবে যে কোন মোবাইলে বাংলা লিখবেন?
    স্টেপ ১ :
    http://m.websolutionbd.net/
    এই এপ্প্লিকেশন এ যান...

    স্টেপ ২ :
    তারপর ফেসবুক পারমিশন দিতে বলবে...
    দুই বার (বেসিক ইনফো এবং ওয়াল পোষ্ট) পারমিশন "এলাউ" দিতে বলবে ফেসবুক...
    এলাউ করুন....
    (***এই স্টেপ টি শুধুমাত্র প্রথম বার ব্যাবহার করার সময় লাগবে,"এলাউ" হয়ে গেলে পরবর্তীতে আর এই স্টেপ টা রিপিট করতে হবে না।***)

    স্টেপ ৩ :
    তারপর "Banglish Input Box" এ যা লিখার লিখে...
    "Convert Banglish To Bangla" তে ক্লিক করে লেখা টি কে বাংলায় রুপান্তর করুন...
    (**এখন “UC”ব্রাউজার এর "কপি পেস্ট" অপশন ব্যবহার করে মোবাইল থেকে বাংলা লিখুন যেকোন ওয়েব / ওয়াপ সাইটে…।।**)

    তারপর "Post Status To Your Wall" এ ক্লিক করুন...
    ব্যাস হয়ে গেল...

    উত্তরমুছুন