/

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৭

উবুন্টুতে MP3 ও Video ফাইল প্লে করার Code গুলি

আমরা যার উবুন্টু ব্যবহার করি তাদের একটা প্রধান সমস্যা হল অডিও বা ভিডিও প্লে করতে পারি না । Windows তে যেমন মাদারবোর্ডের ড্রাইভার লোড না করলে উইন্ডোজ বোবা তেমনি উবুন্টু ও অডিও বা ভিডিও কোড লোড না করলে উবুন্টু .Mp3, .mpeg, .3gp প্রভৃতি ফাইলের জন্যও বোবা। আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তাদের কাছে মাদারবোর্ডের ডিস্ক বা ড্রাইভার থাকে বলে সহজেই লোড করে নিয়ে Windows বলতে শিখাতে পরি তেমনি কিন্তু উবুন্টুর ক্ষেত্রে Online (ইন্টারনেট কানেকশন) অবস্থায় না থাকলে হয় না।


mp3 উবুন্টুতে MP3 ও Video ফাইল প্লে করার Code গুলি |

এবার কিন্তু আপনিও পারবেন না বলতে পারা ফাইলগুলি বলতে শেখাতে Off line অবস্থাতেও উবুন্টুকে শুধু আপনাকে আমার লিঙ্ক দেওয়া কোডেক গুলি ডাউনলোড করে রাখতে হবে ও নতুন করে ইনস্টল করার পর ইনস্টল করে নিতে হবে ।

video উবুন্টুতে MP3 ও Video ফাইল প্লে করার Code গুলি |

তাহলে দেরি না করে কোডেক গুলি ডাউনলোড করে নিন আর যারা এই কারনের জন্য উবুন্টুকে অপছন্দ করেন তারা এবার পছন্দ করতে শুরু করে দেন।
Mp3 কোড ডাউনলোড করতে ক্লিক করুন – http://ifile.it/pilq97h
আর ভিডিও কোড ডাউনলোড করতে ক্লিক করুন – http://ifile.it/bhp3ujq
কোড লোড করেও যদি সাউন্ড না আসে তবে নিচের পদ্ধতি অবলম্বন করুন
Top Panel ডান দিকে থাকা সাউন্ড লোগোর উপর ক্লিক করুন
sound applet ubuntu10.10 উবুন্টুতে MP3 ও Video ফাইল প্লে করার Code গুলি।

অথবা System থেকে Preferences গিয়ে Sound যান ও আসা উইন্ডোজে Hardware ক্লিক করে Profile এ যান ও আপনার ডিভাইসটি সিলেক্ট করুন


sound preferences উবুন্টুতে MP3 ও Video ফাইল প্লে করার Code গুলি |
ও Test speaker ক্লিক করুন বা কোন mp3 ফাইল চালিয়ে দিলে বুঝতে পারবেন।

৪টি মন্তব্য:

  1. নামহীন২/২০/২০১১

    আমি আপনার দেয়া ফাইল গুলু ডাউনলোড করে ইন্সটল করেছি, আমি এখন mp3 formet এর গান শুন্তে পারি কিন্তু vedio দেখতে পারিনা। কারন ২,৩,৪ ও ৬ নাম্বার ফাইল ইন্সটল হয়নি। আমি উবুন্তু ১০.০৪ বেবহার করি।
    আমি আমার বাংলা লায়ন মদেম অ বেবহার করতে পারছিনা। আপনার সাহাজ্জজ চাই।

    উত্তরমুছুন
  2. দেরি তে Reply দেওয়ায় দুঃখিত । ইনস্টল করার সময় প্রথমে ibavutil , libvpx ,libpostproc51,libva , libswscale , libschroedinger , তারপর এটা http://ifile.it/1ou5e9t ডাউনলোড করে ইনস্টল করার পরে ,libavcodec52 , libavformat52, ইনস্টল করে gstreamer ইনস্টল করুন কোন অসুবিধা হবে না।

    উত্তরমুছুন
  3. আপনার ব্লগটি বেশ ক্লিন,ফন্ট নির্বাচন ও বেশ ভালো হয়েছে,তবে উপরে ক্রিকেটের স্কোরবোর্ড টা বেশি কালারফুল,চোখে লাগে।

    উত্তরমুছুন
  4. নামহীন৩/০৮/২০১১

    ভাই বাংলালায়ন মডেম কিভাবে উবুন্টুতে ১০.০৪ এ বেভহার করব...

    উত্তরমুছুন