/

রবিবার, ফেব্রুয়ারী ৬

বাংলা লিখুন Bengla word ছাড়া অভ্র দিয়ে


সাধারনত আমরা বাংলা লিখতে নানান নামি দামি সফটওয়ার ব্যবহার করি। এ সমস্ত দামি কি
বোর্ড সমান কাজের ও সমান নামের কি বোর্ড হল অভ্র যা ইউনিকোড কি বোর্ড আর যা দিয়ে
আপনি ইউনিকোড Supported যে কোন সফটওয়ারে সরাসরি বাংলা লিখতে ও দেখতে পারবেন ।

অথাৎ কোন কারন বশত আপনার বাংলা ওয়েব পেজ না খুললে তাও দেখতে পারবেন। আবার অভ্র Install না করেও Portable হিসাবেও ব্যবহার করতে পারবেন।

আর যাদের কি বোর্ড লিখতে পারবেন না কিন্তু বাংলা লেখার প্রয়োজন তারা মাউস ব্যবহার করে
বাংলা লিখতে পারবেন। তার জন্য এখানে ক্লিক করুন

ও নিচের ছবির মতো উইন্ডোজ থেকে দরকারি অক্ষরটি বেছে নিন।

আর আপনি হয়তো অন্য কোন কি বোর্ড ব্যবহার করে বাংলা লিখতেন তাই নতুন কি বোর্ডের লে আউট দেখে নিতে
এখানে ক্লিক করুন।
তাহলে আপনি নিজের মত করে কি বোর্ড লে আউট তৈরী করে নিতে পারবেন বা Omicrolab
মধ্যে থাকা নামি দামি কি বোর্ডের লে আউট ডাউনলোড করে নিতে পারেন।


অভ্র ডাউনলোড করতে

অথবা

Portable হিসাবে অভ্র ব্যবহার করতে হলে -


এবার আসি Bengla Word নিয়ে যা দিয়ে আপনি বাংলা লিখছিলেন সেই একই লে আউটে লিখতে প্রথমে লে আউটটা ডাউনলোড করে Install করে নিন ও লে আউট সিলেক্ট করুন । এর পর অনেকে ব্যবহার করতে গিয়ে Bengla Word এর সঙ্গে কিছু পার্থক্য আছে তা নিয়ে বলে দিই । তার আগে যাদের কাছে লে আউট নেই তারা ডাউনলোড করে নিন এখান থেকে

আমার কি লে আউট ছাড়া অন্য লে আউট ডাউনলোড করতে

অনেকে জানতে চাচ্ছেন যুক্ত অক্ষর লিখতে হলে কি করব ?
ধরুন আপনি ক্ষ লিখবে তাহলে ক লিখে (Tab এর উপরে থাকা key "`/ ~ " press করুন। ) ও ষ লিখুন


ক + ্+ ষ = ক্ষ ,এই ভাবে আপনি প+্+প = প্প , ম+্+প =ম্প , ক +ক =ক্ক , ন+্+ন = ন্ন ইত্যাদি লিখতে পারবেন সহজেই।

এবার বলি রেফ কি ভাবে লিখবেন - ধরুন আপনি র্ক লিখবেন - তাহলে ক লিখে Shift ধরে R লিখুন তাহলে হয়ে যাবে। k +R = র্ক

এবার বলি রএফলা কি ভাবে লিখবেন
- ধরুন আপনি ক্র লিখবেন তাহলে ক লিখে keybord এ r (press) টিপুন তাহলে হয়ে যাবে ক্র । k+r = ক্র

এর পর আর কোন সমস্যা হওয়ার কথা না তবুও যদি সমস্যা হয় তবে জানাবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন